কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে এক কিশোরীকে (১৫) বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার জিনারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামি আলমগীর (২১) জিনারী এলাকার বারেক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন আলমগীর। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
আইএনবি/বিভূঁইয়া