টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে আলম নামে এক অটোরিকশা চালককে
সিঁধ কেটে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
এ ব্যাপরে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিধঁ কাটা দেখতে পায়। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। কোনও সারাশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তবে রহস্য উদঘাটনে পুলিশের একাধিক সদস্য কাজ করছে।
আইএনবি/বিভূঁইয়া