ফুলপুরে অটোরিকশা চোর চক্রের সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে হাসান মিয়া (২১) নামে অটোরিকশা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তিনি চর কাজিয়াকান্দা গ্রামের আরশাদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি হতে তাকে আটক করা হয়। পরে পুলিশের কাছে হাসানের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা গরুহাটা এলাকার সুবেদ আলীর গ্যারেজ থেকে চুরি যাওয়া অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় অটোরিকশার মালিক উপজেলার চর পয়ারী গ্রামের মোজাম্মেল হক বাদী হয়ে ফুলপুর থানায় একটি মামলা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসানের সহযোগী আসামীদের সনাক্তের লক্ষ্যে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া