মাগুরা প্রতিনিধি: মাগুরায় সোমবার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের খেয়াঘাট এলাকার একটি বাগান থেকে দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে শালিখা থানা পুলিশ।
আটককৃতরা হলো যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত (১৯), একই গ্রামের শারিফুল মোল্লার ছেলে জিসান মোল্ল্যা (১৯) ও পাঠান পাইকপাড়া গ্রামের মহব্ব আলী খান এর ছেলে মাহিম খান মিরাজ (১৮)।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, সোমবার সকালে হরিশপুর পশ্চিমপাড়া গ্রামে খেয়াঘাটের পাশে একটি নির্জন বাগানে ওই তিন যুবক মাদক সেবন করছিল। বিষয়টি স্থানীয়রা মোবাইল ফোনে শালিখা থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিন যুবককে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াসির আরাফাতের কাছ থেকে একটি দেশি তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে শালিখা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া