১০০ টাকার জন্য বন্ধুকে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে সোমবার সন্ধ্যায় নগরীর আকুয়া এলাকার আমজাদ বেপারি মসজিদের সামনে মাত্র ১০০ টাকার জন্য নাহিদ (৩০) নামের বন্ধুকে তলপেটে কাচ ঢুঁকিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আরেক বন্ধু হৃদয় মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নাহিদ নগরীর আকুয়া গরু খোয়াড় এলাকার দুরু মিয়ার সন্তান।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। অপরদিকে, ঘাতক হৃদয় নগরীর দক্ষিণপাড়া দরবার শরীফ রোড এলাকার আব্দুল জলিলের ছেলে। তারা একসাথে চলাফেরা করতেন বলে পুলিশ জানায়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, নাহিদের কাছে ১০০ টাকা পেত হৃদয়। ঘটনার দিন ১০০ টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া