ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে দুই মাদক কারবারিকে ২২০ পিস ইয়াবাসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রবিবার দিবাগত রাত পৌনে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই এলাকা থেকে আটক করে সোমবার (১০ এপ্রিল) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার তারাপুর সেনেরচর গ্রামের সোহাগ (২৮) ও শেরপুরের নকলা উপজেলার কাজাইকাটা গ্রামের নাঈম (২০)।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা দুজনই পুরান মাদক কারবারি। এদের নামে নকলা থানাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা রয়েছে। সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া