পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জর পল্লীমঙ্গল বাজারে পাওনা টাকা চাওয়ায় অপরাধে সুমন বয়াতি (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ব্যবসায়ী সুমনের অবস্থা গুরুতর হওয়ায় মোরেলগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। ব্যবসায়ী সুমন উপজেলার বড়পরি গ্রামের হাবিব বয়াতীর ছেলে।

আহত সুমন বয়াতীর ভাই রুবেল বয়াতী জানান, বুধবার দুপুর বারোটার দিকে পল্লীমঙ্গল বাজারের ব্যাবসা প্রতিষ্ঠারে বসে ধানসাগর গ্রামের জব্বার খানের ছেলে রহমান খানের (৩৮) পাওনা টাকা চায় সুমন বয়াতি। এসময় রহমান দোকান থেকে সুমন বয়াতিকে টেনে বের করে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে পালিয়ে যায় রহমান খান। স্বজনেরা সুমনকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাইদুর রহমান জানান, উপজেলার পল্লীমঙ্গল বাজারের ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া