৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা ৬০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে ।

দেলোয়ার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকার মানিক মিয়ার ছেলে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভৈরব উপজেলার মেন্দিপুর সাকিনস্থ ভোলা মেম্বারের বাড়ির সামনে মেঘনা নদীর চর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ সদস্যরা। জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়। এসময় মাদক বিক্রেতা দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আইএনবি/বিভূঁইয়া