ঘন কুয়াশায় দুই নৌপথে চলাচল বন্ধ, মাঝনদীতে আটকা ৪ ফেরি

আইএনবি ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রোববার রাত ১১টায় নৌপথ দুটিতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে ঘাট এলাকায় আটকা পড়েছে শত শত যানবাহন। আজ সোমবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি।

জানা যায়, রোববার রাত ১১টার দিকে কুয়াশার চাদরে নৌরুট ঢাকা পড়লে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া দুই নৌপথে চারটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন গাড়ির যাত্রী ও চালকেরা। বেশ কিছু যাত্রীবাহী পরিবহন ও অন্যান্য গাড়ি নদী পারাপারের অপেক্ষায় আটকা আছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে অতিরিক্ত ভারী কুয়াশার কারণে রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

আইএনবি/বিভূঁইয়া