কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তরপাড়া এলাকায় পৈত্রিক জমি সংক্রান্ত্র বিরোধের জেরে সংঘর্ষের পর হাসপাতালে নেওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ হোসেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মো. হোসেন নামে একজন নিহত হয়। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া