নড়াইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে খুলনা হরিনটানা থানার কৈয়াবাজারের বিধান সড়ক এলাকা থেকে ৫০ বছর বয়সী এই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। কোবরা বাবুল নড়াইল সদর উপজেলার ভাওয়াখালি গ্রামের মৃত লাল মিয়া বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের একটি দল খুলনায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নড়াইলের শীর্ষ সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে খুলনা থেকে নড়াইলে আনা হয়েছে, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া