পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকাগামী একটি পরিবহনের নৈশকোচ থেকে ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- বগুড়া জেলার গোহাইল রোড সুত্রাপুর এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল (৬০) ও একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা রোববার দেবীগঞ্জের গাজকাঠি এলাকায় আসেন। রাতে তারা বগুড়ার উদ্দ্যেশে একটি পরিবহনের বাসে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নৈশকোচে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি চাকুসহ দুই যাত্রীকে আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, আটকের পর তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
আইএনবি/বিভূঁইয়া