রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আইএনবি  ডেস্ক: রাজধানীতে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মালিবাগ ও মগবাজার ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে শামসুন্নাহার (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

নিহতের স্বামীর নাম হাবিবুর রহমান। জামালপুর সদর এলাকার তাদের বাড়ি।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, রেললাইনের পাশে একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন শামসুন্নাহার। সকালে ঘুম থেকে উঠে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া