বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চাপ বাড়ছে যানবাহনের

সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করছে মানুষ। বেড়েছে কোরবানির পশুবাহী যান চলাচলও।

এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। তবে সড়কে তেমন যানজট বা ভোগান্তি নেই।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ, কড্ডার মোড়, কোনাবাড়ী, নলকাসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে।

এ সময় দেখা যায় যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যানসহ ব্যক্তিগত যানবাহনে ঘরে ফিরছে মানুষ। তবে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। নেই যানবাহনের কোনো ধীরগতি। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩৪ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে। স্বাভাবিকভাবে এ রুটে প্রতিদিন গড়ে ২১ থেকে ২২ হাজার গাড়ি চলাচল করে। ঈদ উপলক্ষে গাড়ি চলাচলের পরিমাণ দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত হয়।

আইএনবি/বিভূঁইয়া