ভোলা প্রতিনিধি: ভোলায় শনিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রাম থেকে একটি পাইপগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- রিয়াজ ও জুয়েল। তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝকাজি গ্রামে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, রাতে চর পক্ষিয়া গ্রামে অস্ত্র নিয়ে দু’জনকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
ওই এলাকার শিয়ালী ও ফকির গংদের মধ্যে গত কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুই গ্রুপের যে কোনো একটি গ্রুপ অস্ত্রধারী এ দু’জনকে ভাড়া করে এনেছিল বলে পুলিশের ধারণা। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
আইএনবি/বিভূঁইয়া