মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম মো. কাউসার (৪৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সিঙ্গাইর থানা-পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ গতকাল দিবাগত রাত তিনটার দিকে আলমমারা এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে নিহত কাউসারের লাশ উদ্ধার করেছে। পুলিশের দাবি, কাউসার ডাকাত দলের সদস্য ছিলেন। তবে এ বিষয়ে কাউসারের পরিবার বা পরিচিত কারও বক্তব্য জানা যায়নি।
ঘটনা সম্পর্কে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যার ভাষ্য, গতকাল দিবাগত রাতে র্যাব-৪-এর সিপিসি-৩ মানিকগঞ্জের একটি দল মাইক্রোবাস নিয়ে উপজেলার মালিপাড়া এলাকায় মাদক উদ্ধার অভিযানে যায়। রাত পৌনে দুইটার দিকে দলটি আলমমারা এলাকার একটি সেতুর পাশে পৌঁছালে একদল ডাকাত র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষায় র্যাবের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে কাউসার গুলিবিদ্ধ হয়ে মারা যান। ডাকাত দলের ছোড়া গুলিতে র্যাবের দুই সদস্য আহত হন। তাঁরা ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত দুটি পিস্তল, দুটি রাম দা, একটি চাপাতি, দুটি চাকু ও দুটি প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া