সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন

আইএনবি ডেস্ক: রাজধানীতে জাতীয় ঈদগাহে রোববার (২০ মার্চ) সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।

এর আগে শনিবার নেত্রকোনায় তার গ্রামের বাড়িতে প্রথম জানাজা হয়।

গতকাল (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাহাবুদ্দীন আহমদ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বনানী কবরস্থানে মেয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ।

আইএনবি/বিভূঁইয়া