কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে শনিবার (০১ জানুয়ারি) উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাবি নাজমা আক্তার (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই দেবর শাহীন ও তুহিনের বিরুদ্ধে।
নিহত নাজমা আক্তার উক্ত এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
জানা যায়, বিকেলে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বড় ভাই গিয়াস উদ্দিনের সাথে আপন ছোট দুই ভাই শাহীন ও তুহিনের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে হাতাহাতি শুরু হলে গিয়াস উদ্দিনের স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটায় শাহীন ও তুহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া