নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে সোমবার দুপুর ১২টার দিকে জনতাবাজার দাদনা খালপাড় থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশের পরিচয় গোপন করার জন্য ঘাতক মৃতদেহে আগুনে পুড়িয়ে দিয়েছে বলে পুলিশ জানায়।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যার পর খাল পাড়ে এনে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
আইএনবি/বিভূঁইয়া