পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪ মাস) নামের এক শিশু মারা গেছে। নিখোঁজের এক ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

আজ রবিবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু তাসকিয়া খাতুন থানার রাধানগর গ্রামের আলহাজ আলীর মেয়ে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল তাসকিয়া খাতুন। খেলার একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ডোবাতে শিশু তাসকিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।

আইএনবি/বিভূঁইয়া