ব্রাহ্মণবাড়িয়া পবিস-এর ২১তম এজিএম অনুষ্ঠিত

আইএনবি নিউজ: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সদস্য সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মো. রহিম নাওয়াজ ভূঁঞার সভাপতিত্বে গত ৯ই জানুয়ারি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পবিস মনিটরিং ব্যবস্থাপনা ও পরিচালন (পূর্বাঞ্চল) পরিদপ্তরের পরিচালক ফকির শরিফ উদ্দিন আহমেদ। সভায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হয়।

 

জেনারেল ম্যানেজারের প্রতিবেদনে প্রকৌশলী মো. শাহজাহান তালুকদার বলেন, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি ৬৮৪৫ কিলোমিটার লাইন নির্মাণ করে ৪ লাখ ৪১ হাজার ২১৬ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে।

‘লাভ নয়, লোকসান নয়’ -এই নীতির ওপর পরিচালিত একটি জাতীয় কর্মসূচি সফল করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, নবীনগর, কসবা, আখাউড়া, বিজয়নগর, নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ভৌগলিক এলাকায় বিদ্যুৎ বিতরণের কাজে নিয়োজিত রয়েছে এই প্রতিষ্ঠান। শতভাগ বিদ্যুতায়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং মুজিববর্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছে পল্লী বিদ্যুৎ সমিতি। মুজিববর্ষকে সেবা বর্ষ ঘোষণা করে নতুন সংযোগ প্রক্রিয়া সহজীকরণ ও গ্রাহকদের দুয়ারে গিয়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

সভা শেষে ২০১৯-২০ বছরের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

আইএনবি/এসএসসি