আইএনবি নিউজ: শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আইইবি চত্বরে জাতীয় পার্টির ৯ম জাতীয় সম্মেলনে কাউন্সিলর ডেলিগেটরা জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক, ২ জন কো-চেয়ারম্যান, ৮ জন অতিরিক্ত মহাসচিব ও ১ জন যুগ্ম দপ্তর সম্পাদকের পদ বাড়ানোর এই সংশোধনী অনুমোদন দিয়েছেন।

গঠনতন্ত্র সংশোধনী কমিটির সভাপতি সুনীল শুভরায় এই সংশোধনী প্রস্তাব তুলে ধরেন।

সুনীল শুভরায় বলেন, চেয়ারম্যানের পরামর্শক্রমে প্রেসিডিয়ামের সভায় সর্বাধিক সদস্যের সম্মতিক্রমে এই প্রস্তাব অনুমোদন হয়েছে।

জাতীয় তরুণ পার্টি, জাতীয় মোটর শ্রমিক পার্টি ও জাতীয় হকার্স পার্টি গঠনতন্ত্রে যুক্ত হলো।

প্রধান পৃষ্ঠপোষক হবেন পার্টির সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। একই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান উপস্থিত থাকলে, শেষে বক্তব্য রাখবেন প্রধান পৃষ্ঠপোষক। আর চেয়ারম্যান হবেন পার্টির নির্বাহী প্রধান। প্রধান পৃষ্ঠপোষকের সঙ্গে পরামর্শ করে পার্টি পরিচালনা করবেন চেয়ারম্যান।

আইএনবি/বিভূঁইয়া