ধর্ষক আসামীর আবেদন: এমডি বাবুল ভূঁইয়া

আইএনবি ডেস্ক: ধর্ষক বা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি আমিও মনে প্রাণে চাই। কিন্তু অপ্রিয় হলেও সত্যি , আমাদের সমাজে অনেক মানুষ আছে পাশের বাড়ির কারোর সাথে ঝগড়া বা মনোমালিন্য হলে কিংবা অন্য কারোর সাথে শত্রুতা থাকলে তাকে ঘায়েল করার জন্য টাকার বিনিময়ে থানা পুলিশকে ম্যানেজ করে ধর্ষণ করার চেস্টা করেছে (আলামত হিসেবে নিজের কাপড় চোপড় ছিড়ে) মর্মে মামলা দিয়ে অভিযোগ করে থাকে।
তাই বলবো, একজন ধর্ষককের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আগে ভালো করে যেনো যাচাই বাছাই বা তদন্ত করা হয়। নতুবা একটু ভূল তদন্ত বা পদক্ষেপের জন্য একজন নিরপরাধ মানুষকে শাস্তি ভোগ করতে হবে।
পাশাপাশি যারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ধর্ষণ মামলা করে থাকেন বা প্রমাণ পাওয়া গেলে তাকেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বর্তমানে যে হারে মামলা হচ্ছে তার বেশির ভাগই মামলার এজারে লেখা হচ্ছে ধর্ষণ করার চেস্টা করা হয়েছে…. এমন বিষয় গুলো সুষ্ঠভাবে তদন্ত করতে হবে।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
তাই ধর্ষণমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। কারণ ধর্ষিতা মেয়ে বা নারীটা আমারই মা-বোন-মেয়ে। এবং ধর্ষকের অপরাধের বোঝা কাধে দেওয়া ব্যাক্তিটিও আমাদের কারো বাবা-ভাই-চাচা ইত্যাদী। আমরা চাই সত্যিকারের অপরাধীদরে শাস্তি হোক, সে যেই হোক। কিন্তু কোন নিরপরাধের শাস্তি যেনো না হয় ।
আমি ধর্ষকের আসামী
সবাই থুথু ছিটাচ্ছে,
আমার ফাঁসির দাবীতে
সারাদেশ উত্তাল।
দেশের মানুষের কন্ঠে
আজ শুধু একটাই দাবী
আমার ফাঁসি ……।
সঠিক বিচার কি হবে?
আমি ধর্ষকের আসামী
আবেদন শুধু একটাই,
ফাঁসিতে ঝুলিয়ে দাও
আক্ষেপ নেই এইটুক…
শুধু……..
তদন্তটা ভালোভাবে করো।
হয়তো এতো উত্তলের মাঝেও
নিরপরাধ প্রমানিত হবো,
তাতে কি….?
আমার অঙ্গে মাখা কলংক মুছবো কি করে?
তাই নিরপরাধ প্রমানিত হওয়ার পরও
আমি চলে গেলোম এই পৃথিবীর মায়া ছেড়ে।
ভালো থেকো আমার বাংলাদেশ।
লেখক: সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া
আইএনবি নিউজ