চরে উঠে গেল সাড়ে ৫শ যাত্রী নিয়ে লঞ্চ

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ চরে বুধবার (১৩ নভেম্বর) ভোর ৩টার ‍দিকে সাড়ে ৫শ যাত্রী নিয়ে আটকা রয়েছে ‘এমভি শাহরুখ-২’ নামের একটি লঞ্চ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে ওই লঞ্চের যাত্রীরা।

দুপুর ১টায় ওই লঞ্চের সারেং মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বরগুনা থেকে ছেড়ে আসে ‘এমভি শাহরুখ-২’ নামের লঞ্চটি। কিন্তু বুধবার ভোরে কালিগঞ্জ চরে আটকা পড়ে। কুয়াশা থাকার কারণে ঠিকমতো দেখতে না পাওয়ায় লঞ্চটি চরে উঠে যায়।

তিনি বলেন, ‘লঞ্চটি চর থেকে নামানোর চেষ্টা করছি। আর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।’

আইএনবি/বিভূঁইয়া