গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দি ওয়েলটেক্স গ্রুপের আদিব ডাইং কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ অবস্থান করেছে ।

বুধবার সকালে প্রায় ৫ শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান নেয়। পরে তারাএকটি র‌্যালি বের করে উপজেলার মুলাইদ ও মাওনা সহ প্রায় চার কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে কারখানার সামনে গিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে শ্রমিকরা অতি দ্রুত তাদের তিন মাসের বকেয়া বেতন, ভাতা সহ কারখানা খুলে দেয়ার দাবি জানান।

এব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

আইএনবি/বিভূঁইয়া