বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আইএনবি ডেস্ক: ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সোনাতলা পৌরসভার  ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ১১৯ ও পুরুষ ভোটার রয়েছে ৯ হাজার ৪০৪ জন। ১১টি ভোট কেন্দ্রে ৭০টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে।

সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, নৌকা প্রতীকের প্রার্থী সাহিদুল বারী খান রব্বানী ও একে এম সাকিল রেজা বাবলা। এছাড়া কাউন্সিলর পদে ৪০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ জানান, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, পুলিশ ও  আনসার দায়িত্ব পালন করছেন।

আইএনবি/বিভূঁইয়া