রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদকচক্রের চার জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান। গ্রেপ্তার চারজন হলেন- রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকার মো. জামিল (৩৪), গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামের শাকিব ইসলাম (২২), মহানগরীর কাশিয়াডাঙ্গার তামিম মিয়া (১৯) এবং একই এলাকার মোমিন মিয়া (৫০)।
সংবাদ সম্মেলনে রাজশাহীর এসপি জানান, গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার চাপাল এবং তার পার্শ্ববর্তী এলাকায় টহলরত ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশায় দুই জন এবং একটি মোটরসাইকেলে দুই জনসহ মোট চার জন মাদক কারবারি মাদক বিক্রির উদ্দেশ্যে চাপাল এলাকায় আসে। মাদক কারবারিরা ঘটনাস্থলে পোঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে তাদের তল্লাশি করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ মাদক কারবারিদের গাঁজা পরিবহণে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা এবং লাল রঙয়ের ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
আইএনবি/বিভূঁইয়া