৪৩ বছর ধরে ক্ষমতায় : ওবিয়াং এনগুয়েমা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার ইকুইটোরিয়াল গিনির প্রেসিডেন্ট তিওদরো ওবিয়াং এনগুয়েমা বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় রয়েছেন । রবিবার তেল উত্পাদনকারী ওই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ফের ক্ষমতায় আসতে চাইছেন তিনি, বৃদ্ধি করতে চাইছেন নিজের৪৩ বছরের শাসন আমল। সবমিলিয়ে দেশটির জনসংখ্যা ১৫ লাখ।

এর মধ্যে চার লাখেরও বেশি মানুষ ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটের মাধ্যমে শুধু প্রেসিডেন্টই নয়, পার্লামেন্টের নিম্ন কক্ষের একশ’ সদস্যও নির্বাচন করা হবে। এ ছাড়াও সে দেশের ৭০ সিনেটরের ৫৫ জন এবং স্থানীয় মেয়র বেছে নেবেন ভোটাররা।
এবারও তিওদরো ওবিয়াং এনগুয়েমা ক্ষমতায় ফিরবেন বলেই ধারণা পর্যবেক্ষকদের। বর্তমানে ৮০ বছর বয়সী ওবিয়াং সব সময়ই ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে এসেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অবশ্য বরাবরই সেসব নির্বাচনের স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ছাড়াও ইকুয়াটোরিয়াল গিনিয়াতে রাজনৈতিক স্বাধীনতা নেই বলেই অভিযোগ অধিকার গোষ্ঠীগুলোর।

এর আগে পাঁচ মেয়াদে ক্ষমতায় ছিলেন তিনি। এবার দুই বিরোধী প্রার্থীর সঙ্গে লড়ে ষষ্ঠবারের মতো আসতে চাইছেন ক্ষমতায়।

ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের জ্যেষ্ঠ আফ্রিকা বিশ্লেষক মাজা বোভকন এ প্রসঙ্গে বলেছেন, ‘প্রেসিডেনশিয়াল নির্বাচন সম্পূর্ণরূপে উত্তেজনা বর্জিত। ’
সূত্র: বিবিসি।

আইএনবি/বিভূঁইয়া