হাইকোর্টের নির্দেশ এনসিটিবির দুর্নীতি তদন্তের

আইএনবি নিউজ:
বিগত সময়ে প্রাথমিক স্কুলে বিনামূল্যে বই বিতরণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের মাধ্যমে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, তা তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই সঙ্গে নিম্নমানের কাগজ দিয়ে এনসিটিবি পাঠ্য পুস্তক তৈরি করে প্রকাশ করাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

এনসিটিবির দুর্নীতির তদন্ত চেয়ে কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে স্থপতি মোবাশ্বের হোসেন এ রিট দায়ের করেন।

আইএনবি/বিভূঁইয়া