হত্যাকাণ্ড দায় স্বীকার করে জবানবন্দি দিলেন ইলিয়াছ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ

কক্সবাজার প্রতিনিধি:

গতকাল দুপুরে কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন,  উখিয়ায় রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা মামলায় গ্রেফতার রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।  ।

হাসানুজ্জামান বলেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এই পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার তিন দিনের রিমান্ড শেষে মোহাম্মদ ইলিয়াসকে আদালতে আনা হয়। পরে সে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে গত ৩ অক্টোবর দুপুরে ১৪-এপিবিএন সদস্যরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এ অভিযান চালিয়ে রোহিঙ্গা নাগরিক মো. ইলিয়াসকে (৩৫) গ্রেফতার করে উখিয়া থানায় সোপর্দ করে।

 

আইএনবি/বিভূঁইয়া