স্বামীর এসিডে ঝলসে গেলো গৃহবধুর মুখমন্ডল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শুক্রবার ভোরে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধুকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত গৃহবধূকে (২১) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল জানান, দুই বছর আগে এই দম্পতির বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করে স্বামী। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ওই নারীর স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া