স্বাগতিকদের উড়িয়ে বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ

আইএনবি নিউজ: স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো বাংলাদেশ যুব ক্রিকেট দল। পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় যুবারা। জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ৪২.৩ ওভারে মাত্র ১৫৭ রানেই অলআউট প্রোটিয়া যুবারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ যুব ক্রিকেট দল। শুরুতেই ১২.১ ওভারে ৬০ রানের জুটি গড়ে তোলে। ১৭ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার তানজিদ হোসেন সর্বোচ্চ ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ১২টি বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান তিনি।

মাহমুদুল হাসান জয় ৩ রান করে আউট হয়ে গেলেও মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ৭৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। এরপর শাহাদাত হোসেন ৭৬ বলে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। শামিম হোসেন ১ রান করে রানআউট হয়ে গেলেও শেষ মুহূর্তে ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর আলি।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৩৪ রান তুললেও রাকিবুল হাসান আর তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ৩৫ রান করেন জোনাথন বার্ড। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বিউফোর্ট। ১৯ রান করেন জ্যাক লিস।

রাকিবুল হাসান ৫ উইকেট তুলে নিয়ে একাই ধ্বস নামানর প্রোটিয়া শিবিরে। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তানজিম হাসান সাকিব নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন

আইএনবি/এন