সোমবার আসছে নতুন ২২টি মিটারগেজ কোচ

আইএনবি নিউজ: বাংলাদেশ রেলওয়ে স্বল্পমূল্যে, নিরাপদ, আরামদায়ক, সহজলভ্য ও পরিবেশবান্ধব পরিবহন সুবিধা দিতে একের পর এক নতুন কোচ আমদানি করছে । এরই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে আগামী সোমবার (৪ নভেম্বর) ইন্দোনেশিয়া থেকে ২২টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসে পৌঁছাবে ।

বাংলাদেশ রেলওয়ের জন্য মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ বা কোচ সংগ্রহ প্রকল্প দপ্তর সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় কয়েকধাপে ২০০টি মিটারগেজ কোচ আমদানি করা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে। এর মধ্যেই প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় ধাপে ৪৮টি মিটারগেজ কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে।

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য ৩.০৩ কোটি টাকা এবং প্রতিটি ব্রডগেজ কোচের মূল্য ৪.২২ কোটি টাকা।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন বলেন, নতুন ২২টি কোচ কোন রুটে বরাদ্দ দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এসব কোচ দেশে পৌঁছানোর পরে বিষয়টি চূড়ান্ত হবে।

আইএনবি/বিভূঁইয়া