নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রীক ত্রুটি দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার (২৮) সকাল সাড়ে ৮টা থেকে সব ধরনের ফ্লাইট চলাল বন্ধ হয়ে গেছে।
বিমানের টেকনিশিয়ানরা প্লেনটির ত্রুটি সারাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোসহুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয় এ সময় বিমানটি থেমে গেলে অল্পের জন্য বিমানের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান।
বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর জানান, টেকনিশিয়ানদের চেষ্টায় দ্রুত ত্রুটি সারানোর কাজ চলছে।
সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইট ত্রুটির কারণে রানওয়েতে রয়েছে। ফলে সকাল থেকে কোনো বিমান উঠানামা করতে পারছে না। এতে করে কয়েকটি ফ্লাইটের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
আইএনবি/বিভূঁইয়া