সেঞ্চুরির পর রোহিতের ডাবল সেঞ্চুরিও ছক্কা

ক্রিড়া ডেস্ক:
আজ রবিবার টেস্ট কেরিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন রোহিত। আর সেটাও এল ছক্কা মেরে। এর আগে শতরানেও ছয় মেরে পৌঁছেছিলেন তিনি। রোহিতের দ্বিশতরান এল ২৪৯ বলে রীতিমতো ঝড়ের গতিতে।

শনিবার তিন অঙ্কের রানে পৌঁছেছিলেন রোহিত শর্মা। এদিন সকালে প্রথম সেশনেই পৌঁছে গিয়েছিলেন দ্বিশতরানের দোরগোড়ায়। মধ্যাহ্নভোজের বিরতিতে ১৯৯ রানে থমকে ছিলেন তিনি। এই ফরম্যাটে তাঁর সর্বাধিক স্কোর এতদিন ছিল ১৭৭ রান। এই ইনিংসে তা টপকে গেলেন অনায়াসে। লাঞ্চের পর তৃতীয় ওভারেই ছয় মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২১২ রানে ফিরলেন তিনি। কাগিসো রাবাডাকে মারতে গিয়ে ক্যাচ দিলেন এনগিডিকে। তাঁর ২৫৫ বলের ইনিংসে থাকল ২৮টি চার ও ছয়টি ছয়।

রোহিত-রাহানে জুটি অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ২৬৭ রান যোগ করলেন। যা ভারতকে টেস্টে জাঁকিয়ে বসার জায়গায় বসিয়ে দিল।

আইএনবি/বিভূঁইয়া