সুদের টাকার জন্য শিকলে বেঁধে নির্যাতন

নাটোর প্রতিনিধি : আসাদ আলীর (৫৫) স্ত্রী সন্তান নিয়ে ছয় সদস্যের সংসার । অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। যা আসে তাতে সংসার চলে না। মাঝে মাঝে দিনমজুরের কাজও করতে হয়। বছর দুয়েক আগে মেয়ের বিয়ে দিতে গিয়ে আর্থিক অনটনে পরেন। সে সময় ৮০ হাজার টাকায় ১০ কাঠা জমি বন্ধক রেখেছিলেন আব্দুল আজিজের কাছে।

দুই বছরে ২০ হাজার টাকা লাভ দিয়েছেন। আসল টাকার মধ্যে ৩০ হাজার পরিশোধ করেছেন। এ বছর সময় মতো টাকা দিতে না পারায় সুদের টাকা আদায় করতে দিনমজুর আসাদ আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান পাওনাদার আব্দুল আজিজের লোকজন। এরপর আজিজের বাড়িতে শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত শিকলে বেঁধে নির্যাতন করা হয় আসাদ আলীকে।

৩৬ ঘণ্টা শিকল বন্দী থাকার পর রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে দিনমজুর আসাদ আলীকে উদ্ধার করে পুলিশ। সুদে কারবারি আব্দুল আজিজের বাড়ি গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামে।

এ ঘটনায় সুদে কারবারি আব্দুল আজিজ ও তার বড় ভাই মাজেদুল এবং বাবা আফজাল প্রামাণিককে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন আসাদ আলীর স্ত্রী শাহানারা বেগম। কৃষক আসাদ আলীর বাড়ি পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে। শনিবার সকালে সেখান থেকেই আসাদ আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

গুরুদাসপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান, সংবাদ মাধ্যমে প্রচারিত খবর দেখে শিকলে বেঁধে নির্যাতনের বিষয়টি তিনি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠান। অভিযুক্ত আব্দুল আজিজের বাড়ি থেকে ওই কৃষককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ সময় আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া