সুদানের সহিংসতায় ইইউ রাষ্ট্রদূত লাঞ্ছিত

আন্তর্জাতিক ডেস্ক:সুদানে খার্তুমে নিজ বাড়িতে ইইউ রাষ্ট্রদূত লাঞ্ছিত হয়েছেন । বিষয়টি নিশ্চিত করেছেন ইইউর শীর্ষ কূটনীতিক জোসেপ বোরে। সুদানে ইইউ এর রাষ্ট্রদূত হলেন আইরিশ কূটনীতিক আইদান ও’হারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মি. বোরেল হামলার কোন বিবরণ প্রকাশ করেননি, তবে ইইউর একজন মুখপাত্র সূত্রে জানা যায় রাষ্ট্রদূত “ঠিক আছেন”।

মি. বোরেল টুইটারে এক বিবৃতিতে বলেন, কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তা সুদানী কর্তৃপক্ষের প্রাথমিক দায়িত্ব।

এদিকে ইইউর মুখপাত্র নাবিলা মাসরালি এএফপিকে জানান, “কর্মীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার” এবং হামলার পর ইইউ প্রতিনিধি দলকে খার্তুম থেকে সরিয়ে নেওয়া হয়নি।

ও’হারা ১৯৮৬ সালে আয়ারল্যান্ডের পররাষ্ট্র দপ্তরে তার কর্মজীবন শুরু করার আগে ডাবলিনে একজন আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নেন।

সুদানে যাওয়ার আগে তিনি জিবুতিতে ইইউ রাষ্ট্রদূত এবং ইথিওপিয়া ও দক্ষিণ সুদানে আইরিশ রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

 

আইএনবি/বিভূঁইয়া