সিয়াচেনে তুষারধসে ৪ সেনা জওয়ান ও ২ মালবাহকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সিয়াচেনে তুষারধসে মৃত্যু হল চার সেনা জওয়ান ও দুই মালবাহকের। সেনার তরফে থেকে জানানো হয়েছে, টহলদারির সময় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯ হাজার উঁচুতে তুষারধস নামে। ‘হাইপোথার্মিয়া’র কারণে তাতে চাপা পড়া সেনা জওয়ান ও মালবাহকদের মৃত্যু হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আরও ২ জনের। ৬ জনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

সেনা সূত্রে খবর, সোমবার টহলদারির জন্য উত্তর সিয়াচেনে মোতায়েন ছিল আট জনের একটি দল। দুপুর তিনটে নাগাদ আচমকাই বিশাল তুষারধস নামে। তাতে সবাই চাপা পড়েন। খবর পেয়ে সেনার অন্য একটি দল কিছুক্ষণ পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করে। ঘটনাস্থল চিহ্নিত করার পর শুরু হয় পুরু বরফের স্তর সরিয়ে তাঁদের উদ্ধারকাজ। উদ্ধারের পরে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৬ জন মারা যান।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ টুইটারে লিখেছেন, ‘‘তুষারধসে সেন জওয়ান ও মালবাহকদের মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। ওঁদের সাহসিকতা ও দেশের জন্য বলিদানকে কুর্নিশ করি। পরিবারকে জানাই গভীর সমবেদনা।’’

আইএনবি/বিভূঁইয়া