সিরিয়ায় আইএস প্রধানকে হত্যার দাবি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আল-কোরেশিকে হত্যা করেছে তুরস্কের গোয়েন্দা বাহিনী।

স্থানীয় গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সিরিয়ায় রবিবার তুরস্কের জাতীয় গোয়েন্দা বাহিনী এক অভিযানে আইএস নেতা কোরেশিকে হত্যা করেছে। তুর্কি গোয়েন্দা বাহিনী দীর্ঘদিন যাবত কোরেশিকে অনুসরণ করছিল বলেও জানান এরদোয়ান।

সিরিয়ার স্থানীয় বাসিন্দা এবং দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, উত্তর সিরিয়ার জানদারিসে অভিযান চালায় তুর্কি বাহিনী। এই অঞ্চলের নিয়ন্ত্রণ তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের হাতে। তবে এই অঞ্চলে সিরিয়ার সেনাবাহিনীরও উপস্থিতি রয়েছে। তুরস্কের অভিযান নিয়ে তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

স্থানীয় একজন বাসিন্দা বলেন, শনিবার মধ্যরাত থেকে রবিবারের কোনো এক সময় সংঘর্ষ শুরু হয়। এটি এক ঘণ্টা স্থায়ী হয়। স্থানীয় বাসিন্দারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনেন। এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, অভিযানে একটি পরিত্যক্ত ফার্মকে লক্ষ্যবস্তু বানানো হয়। ফার্মটি পূর্বে ইসলামি স্টেটের স্কুল হিসেবে ব্যবহৃত হয়েছিল।

গত বছর দক্ষিণ সিরিয়ায় আইএসের পূর্ববতী নেতা নিহত হওয়ার পর জঙ্গি গোষ্ঠিটি আল কোরেসিসে নভেম্বরে নেতা হিসেবে নিয়োগ করে। সূত্র: গার্ডিয়ান

আইএনবি/বিভূঁইয়া