সিন্ডিকেট রুখতে ভোক্তাদের সচেতন হতে হবে- মুহাম্মদ আতা উল্লাহ খান

নিজস্ব প্রতিবেদক

কৃষক ঠকে মাঠে, ভোক্তারা ঠকে হাটে। রুখো সিন্ডিকেট, বাঁচাও কৃষক, বাঁচাও ভোক্তা জাগো জনতা এই প্রতিপাদ্যকে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন এর আয়োজনে জাতীয় গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে মুহাম্মদ আতা উল্লাহ খান বলেন মধ্যবিত্ত সহ সাধারণ মানুষ দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে পাগল প্রায়।
তৈল, আলু, পিয়াজ, ডিম, মুরগী মাছ,সবজি, চিনি সহ
নিত্যভোগ্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে ভোক্তাদের আজ ত্রাহী অবস্থা। সকলের প্রশ্ন কে রুখবে সিন্ডিকেট? এরাকি সরকারের চাইতেও শক্তিশালী? নাকি সর্ষের মাঝেই ভূত? সাধারণ মানুষের আয় ও বেতন দ্রব্যমূল্যের সাথে মোটেই বাড়েনি। মানুষ ন্যায্যমূল্যে আলু, ডিম পিয়াজ খাওয়ার নিশ্চয়তা চায়। বিগত দুই বছরে সারা বিশ্বে খাদ্য পণ্যের দাম নিম্নমুখী অথচ সিন্ডিকেটের কারণে আজ দেশে ভোগ্য পণ্যের দাম লাগামহীন। এই সিন্ডিকেটের কারণে সরকারের অনেক অর্জন ম্লান হতে চলেছে। জনগণকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর সিন্ডিকেটের অপ-প্রয়াস রুখতে হবে।
মানবতাবিরোধী অপরাধী তথা সিন্ডিকেট কে চিহ্নিত করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
১২ অক্টোবর ২০২৩ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত জাতীয় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক উপচার্য দেশ বরেণ্য কৃষিবিদ প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গণি মিয়া বাবুল, প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক, শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক প্রফেসর ডক্টর শহীদ মনজু ডক্টর আমিন আহমদ চৌধুরী, গর্জো সভাপ্রধান সৈয়দ মইনুজ্জামান লিটু, বরেণ্য লেখক ও নারী নেত্রী কবি নাহিদ রোখসানা, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন সিনিয়নর সহ সভাপতি মির্জা শরিফুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, শেখ ওসমান গনি বেলাল, জিসান উদ্দিন আহমেদ প্রধান, কবি নাসরিন ইসলাম, মিজানুর রহমান খান, মোঃ গাজী আনোয়ার হোসেন, এমদাদুল হক চোধুরী, লায়ন আজন খান, বিথি মোস্তফা প্রমুখ।