সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ একজন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কাউন্টার টেরিজম নারায়নগঞ্জ জেলা শাখা ২৭ কেজি গাঁজা সহ মো. দুলাল পেদা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

গ্রেফতার দুলাল পেদা শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার কুতুবপুরের বাচ্চু মিয়ার পুত্র।

বুধবার বিকালে তাকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল শাকিনস্হ তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর হতে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতো ২৭ কেজি গাঁজা উদ্ধার করে কাউন্টার টেরিজম নারায়নগঞ্জ।

কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার এসআই আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার দুলাল পেদা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাদক এনে ঢাকা- নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া