মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে সিগারেট খেতে নিষেধ করায় খোকন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই ছেলে কাওসার হোসেন (২২)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে কাওসার হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িতে প্রকাশ্যে সিগারেট খাচ্ছিল কাওসার। এ সময় তার পিতা খোকন মিয়া রোজার দিন এভাবে তাকে সিগারেট খেতে নিষেধ করেন। এ নিয়ে বাপ-বেটার মধ্যে প্রথমে কথাকাকাটি ও পরে হাতাহাতি হয়। এরই মধ্যে টিউবয়েলের হাতল দিয়ে খোকন মিয়ার মাথায় একাধিকবার আঘাত করে ছেলে কাওসার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসলাম হোসেন জানান, খবর পেয়ে নিহত খোকন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে কাউসার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইএনবি/বিভূঁইয়া