মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭ নেতাকে বহিষ্কার করেছে । এরা সবাই সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী। আগামী ১১ নভেম্বর এই উপজেলার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৮৭/১১ ধারা মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদ হতে বাহিষ্কার করা হয়েছে যা গত ৯ নভেম্বর হতে কার্যকর হবে।
বহিষ্কৃতরা হলেন- সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি বলধরা ইউনিয়নের মো. ওবায়দুর রহমান, চান্দহর ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য আফজাল হোসেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সদস্য জার্মিতা ইউনিয়নের আবুল হোসেন, জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ফকির, একই ইউনিয়নের আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ মোল্লা, জামসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিঠু এবং শায়েস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম।
আইএনবি/বিভূঁইয়া