সারা দেশে র‌্যাবের ৪২৮ টহল টিম

আইএনবি ডেস্ক: রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৪০টি টহল টিমসহ সারা দেশে ৪২৮টি টহল টিম মোতায়েন করা হয়েছে। বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ টিম মোতায়েন করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বুধবার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৪০টি টহল দলসহ সারা দেশে ৪২৮টি টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়া, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন টহলের মাধ্যমে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া