সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা গেছেন

আইএনবি নিউজ: শনিবার (১৩ জুন) বেলা ১১টা ১০ মিনিটে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) । তার ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এ মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে বৃহস্পতিবার ‍দুপরের পর রক্তচাপ ব্যাপক ওঠানামা করতে থাকে। গতকাল শুক্রবার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়েছে নাসিমের।

শুক্রবার রাতেই মেডিকেল বোর্ড মোহাম্মদ নাসিমের অবস্থা নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তার শারীরিক অবস্থার অবনতির কথা নিশ্চিত করেছে। জটিলতা আরও বেড়েছে বলেও জানান তাঁরা।

এ বিষয়ে মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া রাতে বলেন, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

নাসিম বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিলেও অবস্থার অবনতি হওয়ায় এগোয়নি পরিবার। লাইফ সাপোর্টে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

আইএনবি/বি.ভূঁইয়া