সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্ববায়ক মান্নান বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি দখল ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের আদেশ জানানো হয়েছে।

এতে বলা হয়, বাড়ি দখল ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

সূত্র মতে, গত ৩০ জুন রাতে আব্দুল মান্নানের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়ার মুজিবর পেশকারের পক্ষে সদর উপজেলার বাঁকাল জেলেপাড়ার দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এতে বাধা দেওয়ায় পাঁচজনকে পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ওই রাতেই সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করে। পরে ভুক্তভোগী বাদী হয়ে যুবলীগ নেতা আব্দুল মান্নানসহ পাঁচজনের নাম উল্লেখসহ ১৬ জনকে আসামি করে থানায় মামলা করে।