সাজেকে বসতঘরসহ আগুনে পুড়ে গেছে ৪ রিসোর্ট

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গভীর রাতে সাজেক পর্যটন এলাকায়  আগুনে বসতঘরসহ ৪ টি রিসোর্ট পুড়ে গেছে।

বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, কিভাবে আগুনের সূত্রপাত হল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে আকাশ রিসোর্ট, মারুতি রিসোর্ট, মেঘসুট রিসোর্ট, সাজেক ইকোভ্যালি, ও জাকারিয়া লুসাই বাড়ি পুড়ে গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার বলেন, বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আরো কয়েকটি রিসোর্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

আইএনবি/বিভঁইয়া