সরকার অঙ্গীকারবদ্ধ নারীর কর্মস্থলের নিরাপত্তায়: প্রতিমন্ত্রী

আইএনবি নিউজ: কর্মস্থলে নারীর নিরাপত্তা ও সংবেদনশীল পরিবেশ সুরক্ষা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ সরকার।

রাজধানীতে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কর্মস্থলে নারীর অবদান ও সুরক্ষা: আইএলও কনভেনশন বাস্তবায়ন ও জাতীয় নীতিমালা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান উনার বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি, সন্ত্রাস এবং জঙ্গীবাদ নির্মূল করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত-সমৃদ্ধ দেশ গঠন করতে চায় সরকার। বাংলাদেশ আইএলও এর ৭টি কোর কনভেনসহ ৩৫টি কনভেনশন অনুস্বাক্ষর করেছে। সরকার যে সকল কনভেনশন অনুস্বাক্ষর করেছে সেগুলোর বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর এবং উন্নয়ন সমন্বয় এর চেয়ারম্যান ড. আতিউর রহমানের সভাপতিত্বে সংসদ সদস্য শিরিন আখতার, ফরিদুল হক খান দুলাল, খোদেজা নাসরিন হোসেন, সেলিমা আহমাদ বক্তৃতা করেন।

কেয়ার বাংলাদেশের সহযোগিতায় উন্নয়ন সমন্বয় এ সংলাপের আয়োজন করে। সংলাপে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিগণ অংশ নেন। কর্মক্ষেত্রে বিশেষত নারী কর্মীদের উপর সহিংসতা ও হয়রানি রোধে আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষরের সুপারিশসহ মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর অ্যাডভোকেসি কো-অডিনেটর আসিফ ইমরান।

আইএনবি/বিভূঁইয়া