সময়ের ব্যবধানে গভীর হয়ে দেখা দেয় হ্যালির ধুমকেতু

এমডি বাবুল ভূঁইয়া: স্কুলের সেই ভাল রেজাল্ট করা ছাত্রটি আজ কর্মময় জীবনে এসেও বন্ধুত্বের অতীতস্মৃতি নিয়ে লেখা বন্ধুত্ব এবং ভালোবাসার পরশে ”সময়ের ব্যবধানে গভীর হয়ে দেখা দেয় হ্যালির ধুমকেতু” কবিতাটি। নুরুল আফসার এর লেখা কবিতার গুচ্ছ থেকে নেওয়া।

তুমি বলেছিলে-
এগিয়ে যাও,
আমি ভেবেছিলাম
ভালোবাসো তাই বলা।

তুমি বলেছিলে –
এবারও পরীক্ষায় প্রথম হতে হবে,
আমি ভেবেছিলাম –
ভালোবাসো তাই এমনটা চাওয়া!

তুমি বলেছিলে –
বাসায় এসো কথা আছে,
আমি ভেবেছিলাম –
ভালোবাসো হয়তো তা-ই জানাবে!

তুমি বলেছিলে-
আমার প্র্যাক্টিকেল ক্লাসের বইটা তুমি নিবে,
আমি ভেবেছিলাম-
মাধ্যম নাই, হয়তো চিঠিটা তাতেই লুকিয়ে দিবে!

তুমি বলেছিলে-
আমার পরাজয়ে তোমার ডিসক্রেডিট;
আমি ভেবেছিলাম-
ভালোবাসো তাই হয়তো এতো সেনসেটিভ!
আরও কতকি! তুমি বলেছিলে…

দীঘল কালো চুল বাতাসে উড়িয়ে দিয়ে বলেছিলে,
তুমি চাইলেই
কেটে ফেলতে পারি এক্ষুনি!
আমি ভেবেছিলাম-
ভালোবাসো তাই গল্পের ডেলা সাজার আহাজারি।

তুমি বলতে আর আমি ভাবতাম!
আমি ভাবতাম আর তুমি বলতে!
একসময় দু’জনই হারিয়ে যেতাম!

এখন সময় ফুরিয়ে গেছে,
ভবিষ্যত এসে হাজির হয়েছে!
আজ তোমার আমার দূরত্ব কতশত ক্রোশ? জানিনা।
কারণ, তোমার অবস্থানই আমার অজানা।

কতো নামে! কতো ভাবে!
তোমার নাম লিখে গুগলে সার্চ দিয়েছি!
শুধু জানতে –
তুমি কোথায় আছো?
শুধু জানতে –
আজও কি আমায় আগের মতো ভালোবাসো?

হ্যালির ধুমকেতুর মতো ছিয়াত্তর বছর নয়!
মাত্র ছাব্বিশ বছর পর ।।

আজ যখন,
আমার টাইমলাইনে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট!
তখন একসেপ্ট না করেই
কুঁচকানো খামে লুকানো চিঠি পাঠের পূর্বে যে ব্যকুলতা, তা-ই উপভোগ করে চলেছি!
আর বুঝেছি –
তুমি আমায় ভালোবেসেছিলে, আজও বাসো!
তাই আমার জীবনে আবারও ফিরে এসেছো।

বন্ধুত্ব এমনই হয়,
কখনো চিরতরে হারিয়ে যায়না!
শুধু সময়ের ব্যবধানে গভীর হয়ে দেখা দেয়!
এ যেন হ্যালির ধুমকেতু!!

আইএনবি/বি.ভূঁইয়া