সন্ত্রাসী আস্তানায় সেনা অভিযান, ২টি একে-৪৭ ও গোলা-বারুদ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: রবিবার ভোররাতে আড়াই ঘণ্টাব্যাপী খাগড়াছড়ি জারুলছড়িতে ইউপিডিএফ (মূল) এর অস্ত্রধারী সন্ত্রাসীদের আস্তানায় সেনা অভিযান পরিচালনা করে ২টি একে-৪৭, ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী থেকে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার ভোররাত ৩টায় খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের অন্তর্গত পশ্চিম জারুলছড়ি এলাকায় ইপিডিএফ (মূল) এর ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে- এই সংবাদ পেয়ে বাঘাইহাট জোন উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ১৫ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ মানুষ এবং অভিযানরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকৃত মালামালের মধ্যে ২টি একে ৪৭, ২টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গোলা-বারুদ ও ২টি মোবাইল ফোন ছিল।

আইএনবি/বিভূঁইয়া